সুনামগঞ্জে ঘূর্ণিঝড়ে তিন শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড
সুনামগঞ্জে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় হাওর এলাকায় চার শতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। একই সময় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দুই হাজার জমির বোরো ধান।
গত বৃহস্পতিবার জেলার দিরাই, জামালগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের ওপর দিয়ে একই সময়ে বয়ে যাওয়া প্রচণ্ড ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিরাই উপজেলায় ঘূর্ণিঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এই উপজেলায় ঝড়ের কবলে পড়ে মারা গেছে ২২০টি গরু। একইভাবে জামালগঞ্জ উপজেলায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়, মারা যায় ৫০টি গবাদি পশু। জগন্নাথপুর উপজেলায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এই উপজেলায় মারা গেছে দেড় শতাধিক গবাদি পশু।
এদিকে, ঘূর্ণিঝড়ের পর দিরাই ও জামালগঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এ সময় তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দ্রুত প্রতিবেদন দিতে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন। সেই সাথে ক্ষতিগ্রস্ত মানুষকে তাৎক্ষণিক চাল সহায়তা দেওয়ার কথা জানান তিনি।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, ‘প্রকৃত পরিসংখ্যান আমরা এখনো পাইনি। আমাদের লোকজন চারদিকে কাজ করছে। সরকারি সাহায্য-সহযোগিতা দেওয়ার চেষ্টা করব।’