বরিশাল বিভাগে রবি ও সোমবার হরতাল
বরিশাল বিভাগে আগামী রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। জেলাগুলো হচ্ছে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা ও ভোলা।
আজ শুক্রবার বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজ কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখা, তাঁর কার্যালয়ের গ্যাস, টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা, তাঁর নামে মামলা, দেশব্যাপী গণগ্রেপ্তার এবং ‘গুম ও হত্যার’ প্রতিবাদে বরিশাল বিভাগের ছয় জেলায় হরতালের ডাক দেওয়া হয়েছে।
২০ দলের এক জরুরি বৈঠকে এ হরতালের সিদ্ধান্ত হয় বলে জানান আমিনুল ইসলাম।