সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪০

Looks like you've blocked notifications!

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে তসলিমা (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৪০ যাত্রী আহত হয়েছে।  আজ শনিবার ভোররাত ৪টার দিকে কামারপুকুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আজ ভোর রাতের দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কে  ঠাকুরগাঁওগামী একটি  নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী বৈদ্যুতিক ট্রান্সফরমানের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।  এতে খুঁটিটি ভেঙে খাদে পড়ে যায় বাসটি। এ সময় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়।

ওসি জানান, নিহত তসলিমার বাবার নাম মাজেদুল ইসলাম। তাঁর বাড়ি সৈয়দপুর উপজেলার আইসঢাল গ্রামে।

আহত ব্যক্তিদের প্রাথমিকভাবে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পাঠানো হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।  

অন্যদিকে আজ সকাল ৬ টার দিকে একই মহাসড়কে ট্রাক ও নছিমনের সংঘর্ষে ছয় যাত্রী আহত হয়েছেন। ওসি ইসমাইল হোসেন জানান, আগের দুর্ঘটনাস্থলের এক থেকে  দেড় কিলোমিটার দূরে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তিদের সৈয়দপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।