রাজবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন
‘মাদকমুক্ত সুস্থ জাতি চাই, নেশামুক্ত সুন্দর জীবন চাই’ স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার রাজবাড়ীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা একযোগে শপথ গ্রহণ, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে রাজবাড়ীকে মাদক ও বাল্যবিবাহর অভিশাপ থেকে মুক্ত করতে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের প্রধান সড়কে সকালে মানববন্ধন এবং বিদ্যালয় মিলনায়তনে শপথ গ্রহণ ও মাদকবিরোধী গণসচেতনতা মূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা। এ ছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাজীব মিনা, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান এবং শিক্ষার্থী আহমেদ তাহমিদ রাইয়ান এবং শ্যামা মণ্ডল বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জেলা তথ্য অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়।