নড়াইলে বিনামুল্যের স্বাস্থ্য ক্যাম্প চালু

Looks like you've blocked notifications!
নড়াইলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। ছবি : এনটিভি

নড়াইলের প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষাসহ  চিকিৎসাসেবা  দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নে এপিবিএস মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।

নড়াইল ডায়াবেটিক সমিতি ও আউড়িয়া ইউনিয়নের যৌথ উদ্যোগে প্রফেসর ডা. এম এ ওয়াহাব অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো.পলাশ মোল্লা, এপিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর শিকদার, জেলার নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি সৈয়দ খায়রুল আলম, ব্যবসায়ী সাজ্জাদুল ইসলামসহ এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা ক্যাম্পে ঢাকা থেকে আসা পাঁচজন অভিজ্ঞ চিকিৎসক আউড়িয়া ইউনিয়নের ৪ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন। পর্যায়ক্রমে জেলার সব ইউনিয়নে এই চিকিৎসাসেবা ক্যাম্প চলবে।