নোয়াখালী জেলা বিএনপির নেতা খোরশেদ আলম আর নেই
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সোনাইমুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মো. খোরশেদ আলম (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৯টায় সোনাইমুড়ী উপজেলার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। মো. খোরশেদ আলম স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন নেতারা।
খোরশেদ আলমের জানাজা শুক্রবার সকাল সাড়ে ১০টায় সোনাইমুড়ী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।