ঝালকাঠিতে ডাকাত সন্দেহে গণপিটুনি, একজন নিহত

Looks like you've blocked notifications!
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গতকাল দিবাগত রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হন। ছবি : এনটিভি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডাকাত সন্দেহে স্থানীয় লোকজনের গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জয়দেব পাইক (২৫)। তিনি পিরোজপুর উপজেলার দক্ষিণ ভাণ্ডারিয়া গ্রামের বাবুল পাইকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ১০-১২ জনের অস্ত্রধারী একদল ডাকাত উপজেলার ছোনাউটা গ্রামের মাদ্রাসাশিক্ষক ফোরকান খানের বাড়িতে হানা দেয়। ডাকাতরা পরিবারের লোকজনকে জিম্মি করে টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে নেয়। ডাকাতদল পালানোর সময় বাড়ির লোকজন চিৎকার করেন। খবর পেয়ে ছোনাউটাসহ তিন গ্রামের লোকজন একত্র হয়ে ডাকাতদের ধাওয়া করে।

এ সময় জয়দেব পাইক নামের এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ডাকাতির বিষয়ে মাদ্রাসাশিক্ষক ফোরকান খান বলেন, ডাকাতদলের সঙ্গে জয়দেব পাইকও ছিল।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য জয়দেব পাইকের লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।