নাটোরে অপহৃত শিক্ষকসহ দুজন উদ্ধার, আটক ৪

নাটোরে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
মুক্তিপণের দাবিতে নাটোরের লালপুর থেকে অপহৃত স্কুলশিক্ষক এবং এক ব্যবসায়ীকে সদর উপজেলার একটি গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার বাসুদেব বণিক জানান, নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা ও স্থানীয় ব্যবসায়ী আবদুল খালেককে কৌশলে অপহরণ করে অপহরণকারী দলের সদস্য আলো বেগম। পরে তাদের সদর উপজেলার আগদিঘা গ্রামের একটি বাড়িতে আটকে রেখে অপহৃতদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতদের পরিবার বিষয়টি পুলিশকে জানালে আজ ভোরে আগদিঘা গ্রামের রিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত দুজনকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয় রীনা বেগম, আলো বেগম, রুমন ইসলাম ও আলম হোসেনকে।