এখন জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয় : তথ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি : এনটিভি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এ মুহূর্তে জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয়। এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশকে স্থায়ীভাবে ও সম্পূর্ণভাবে জঙ্গিমুক্ত করা যায় কি না।

আজ শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘যারা এ মুহূর্তে জঙ্গি দমনের কাজটা বাদ দিয়ে কেবলমাত্র জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে আনতে চাচ্ছেন, তাদের উদ্দেশে বলব, কার্যত তারা জঙ্গি দমনের যুদ্ধটাকে ধামাচাপা দিতে চাচ্ছেন।’

‘সে জন্য আমি বলি, যিনি হত্যাকারী তিনি অপরাধী, মদদদানকারীও একই অপরাধে অপরাধী। খালেদা জিয়া জঙ্গি হামলার সরাসরি নেতৃত্ব দেন। মাঠে জঙ্গিদের যদি আমরা দমন করি, তাহলে একই সঙ্গে জাতিকে সিদ্ধান্ত নিতে হবে জঙ্গি-সঙ্গী খালেদা জিয়াকে বর্জন করতে হবে’, যোগ করেন জাসদের একাংশের সভাপতি।

এ সময় মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।