পাংশায় চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
রাজবাড়ীর পাংশা উপজেলায় রতন নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার সরিষা ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত রতন উপজেলার কলিমহর ইউনিয়নের শাজুরিয়া গ্রামের রুস্তম আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল জানান, আজ সকালে বরগ্রাম এলাকার একটি মাঠে রতনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর লাশ উদ্ধার করে। যেখানে তাঁর লাশ পাওয়া গেছে সেই এলাকাটি চরমপন্থী অধ্যুষিত।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রতনকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা তাঁর ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভ্যানটি পাওয়া না গেলেও বেশ কিছু তথ্য উদ্ধার করা হয়েছে, যা থেকে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
ওসি আরো জানান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে নিহতের বাবা রুস্তম আলী পাংশা থানায় একটি হত্যা মামলা করেছেন।