পাবনায় হামিদা হোসেনের ইন্তেকাল
পাবনা শহরের রাধানগর এলাকার অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মরহুম আশরাফ হোসেনের সহধর্মিণী হামিদা হোসেন (৭৭) বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাত ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পাবনার আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে ওই দিন রাতেই হামিদা হোসেনকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়।
হামিদা হোসেন মাছরাঙা টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম রিজুর বড় খালা। পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান হামিদা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।