কুষ্টিয়ায় আওয়ামী লীগের সংঘর্ষে আরেকজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
এনটিভির পুরোনো ছবি

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আরেকজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম আকাম উদ্দিন ওরফে আকাইল (৬৫)।

আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকাইল। এ নিয়ে ওই সংঘর্ষে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।

পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কেরামত আলী ও সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনের সমর্থকদের মধ্যে গত ২৪ সেপ্টেম্বর সংঘর্ষ হয়। এতে সেদিনই চেয়ারম্যান কেরামত আলীর সমর্থক ইমান আলী মণ্ডল (৪২) ও শাহাবুদ্দিন (৪৫) নিহত এবং ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে আকাম উদ্দিন ওরফে আকাইল আজ মারা যান।

সংঘর্ষের পরদিন নিহত ইমান আলীর চাচাতো ভাই কামরুল হাসান বাদী হয়ে ৭৯ জনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা দায়ের করেন।

বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ওই মামলায় প্রধান আসামি ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনসহ নয়জন আটক রয়েছে।