ভারতে পাচারের সময় ৫৩৭টি ছাগলের চামড়া উদ্ধার

Looks like you've blocked notifications!

নীলফামারীতে নদী পথ ব্যবহার করে ভারতে পাচারের সময় ৫৩৭টি ছাগলের ছামড়া আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ভোরে ডিমলা উপজেলার তিস্তা নদীর সীমান্ত পথ দিয়ে এসব চামড়া পাচার করা হচ্ছিল।

তবে পাচারকারী দলের কাউকে আটক করা সম্ভব হয়নি।

নীলফামারী-৭ বিজিবি ব্যাটালিয়নের থানের হাট ( কলোনি ) বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার নায়েক সুবেদার মাজেদ আলী জানান, সীমান্তের ছোটখাতা এলাকার বাঁশ বাগানে পরিত্যক্ত অবস্থায় চামড়াগুলো উদ্ধার করা হয়। নদীপথ ব্যবহার করে এগুলো ভারতে পাচারের জন্য রাখা হয়েছিল বলে জানান তিনি।

উদ্ধার হওয়া চামড়ার আনুমানিক বাজার মূল্য সোয়া দুই লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।