পঞ্চগড়ে কমরেড ফরহাদের মৃত্যুবার্ষিকী পালিত

Looks like you've blocked notifications!
সিপিবির প্রয়াত সাধারণ সম্পাদক, পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ রোববার নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। ছবি : এনটিভি

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রয়াত সাধারণ সম্পাদক, পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বোদা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতালের সভাপতি রাশেদা খানমের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. এম এম আকাশ, মনি সিং-ফরহাদ ট্রাস্টের সদস্য আবুল কালাম আজাদ, দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট বিভূরঞ্জন সরকার, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, বোদা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম লিটন, বোদা পাইলট স্কুল ও কলেজের প্রধান শিক্ষক জামিউল হক, বোদা পাইলট স্কুল, কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল প্রমুখ বক্তব্য দেন। সভায় হাঙ্গার ফ্রি ওয়াল্ডের কর্মসূচি পরিচালক আনজুমান আখতার স্বাগত বক্তব্য দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. এম এম আকাশ বলেন, কমরেড ফরহাদ সমাজ পরিবর্তনের জন্য, বিপ্লবের জন্য আন্দোলন করেছেন। এই বিপ্লব রক্তপাত, হানাহানি নয়, নতুনের সৃষ্টি। পুরাতনকে ধ্বংস করেই নতুনের সৃষ্টি হয়। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। অসমতা যত দিন থাকবে তত দিন গণতন্ত্র আসবে না। সাংস্কৃতিক বিপ্লব করতে হবে।

এম এম আকাশ আরো বলেন, কমরেড ফরহাদ ছিলেন স্বপ্নদ্রষ্ঠা। তিনি বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন। একইসঙ্গে তিনি জানতেন, কীভাবে নানা আন্দোলকে একত্র করে বিপ্লবের অর্কেস্ট্রো তৈরি করতে হয়। তিনি বেঁচে থাকলে বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলন হয়তো এত বিভক্ত হতো না।

এর আগে বোদা উপজেলার বলরামহাটের কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতালে ‘বাল্যবিবাহ আর নয়’ স্লোগান নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সদরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দিবসটি উপলক্ষে সিপিবি বোদা উপজেলা কমিটি সাকোয়া বাজারে এক স্মরণসভার আয়োজন করে। সিপিবি বোদা উপজেলা কমিটির সভাপতি দীপক কুমার দের সভাপতিত্বে সভায় অধ্যাপক এম এম আকাশ, জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম প্রমুখ বক্তব্য দেন।