কারাগারে নিক্ষেপের মহৌৎসব চলছে : মির্জা আব্বাস

Looks like you've blocked notifications!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পুরোনো ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বিরোধী দলীয় নেতাকর্মীদের পর্যদুস্ত করতে দেশে এখন মিথ্যা মামলা, গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন এবং কারাগারে নিক্ষেপের মহৌৎসব চলছে।’

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা আব্বাস এ কথা বলেন। বিবৃতিতে মির্জা আব্বাস বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মির্জা আব্বাস বলেন, ‘মিথ্যা মামলাগুলোতে আইন আদালতের প্রতি সম্মান দেখিয়ে আমাদের নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করলেও তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা সরকারের হিংসাশ্রয়ী রাজনীতিরই বহিঃপ্রকাশ। বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক হাবিব উন নবী খান সোহেল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের একজন লড়াকু সৈনিক। তাঁর কণ্ঠ রোধ করতে এবং গণতান্ত্রিক আন্দোলনকে জোরদারে ভীতি সঞ্চার করতেই তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে তাঁকে হেনস্তা করার চেষ্টা করছে সরকার।’