কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে মানব পাচারকারী’ নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জাফর মাঝি নামের একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি মানব পাচারকারী চক্রের সদস্য। আজ রোববার ভোরে উপজেলার সানারপাড়ায় এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।
urgentPhoto
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানিয়েছেন, সমুদ্র সৈকত এলাকায় মানব পাচারকারী চক্র ধরতে পুলিশ অভিযান চালায়। এ সময় পাচারকারীরা তাদের ওপর গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে জাফর মাঝি আহত হন। এ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, পাঁচটি গুলি উদ্ধার করেছে বলে জানান দেওয়ান আবুল হোসেন।