রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে সরে আসবে সরকার, আশা সুজনের
সুন্দরবনকে অমূল্য সম্পদ উল্লেখ করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, অনেক কিছুই গড়ে তোলা সম্ভব কিন্তু আরেকটা সুন্দরবন গড়ে তোলা সম্ভব নয়।
আজ সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় গণগবেষক, নারীনেত্রী ও নাগরিক সমাজ আয়োজিত অভিজ্ঞতা বিষয়ক মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বদিউল আলম মজুমদার।
জনগণের যুক্তির বিপরীতে সরকারের নিজের যুক্তি তুলে ধরাকে ইতিবাচক বলে উল্লেখ করেন সুজন সম্পাদক। তিনি বলেন, ‘আমরা আশা করছি যুক্তিতর্কের বিজয় হবে এবং সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে সরে দাঁড়াবে। বিদ্যুৎকেন্দ্র নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক যুক্তি উপস্থাপন করা হচ্ছে। আশা করি যুক্তিরই জয় হবে।’
জেলা পরিষদের নির্বাচন প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, জেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রস্তাবিত পদ্ধতি সেই আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতোই। দীর্ঘ ৪৪ বছর ধরে জেলা পরিষদ নির্বাচন না করে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। তবে এখন যে পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া চলছে তা সবার কাছে গ্রহণযোগ্য নয়। জেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে সংবিধানের মূল চেতনা প্রতিফলনের আহ্বান জানান তিনি।
পরে গাংনী উপজেলা মিলনায়তনে অভিজ্ঞতা বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগহণ করেন বদিউল আলম মজুমদার।
জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট অস্ট্রেলিয়ার কান্ট্রি ডিরেক্টর ক্যাথে বাথ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জেরিনা কবির, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজজামান, মেহেরপুর জেলা বীজ প্রক্রিয়াকরণ কর্মকর্তা ড.আক্তারুজ্জামান।
এ ছাড়া সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আবদুর রশিদ, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান অল্ডাম, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়ক খোরশেদ আলমসহ অন্যরা বক্তব্য দেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকার হাঙ্গার প্রজেক্টের উজ্জীবক, স্বেচ্ছাসেবক ও জনপ্রতিনিধিরা অংশ নেন।