পাবনায় দুস্থদের মধ্যে ভারতের কূটনীতিকের বস্ত্র বিতরণ

Looks like you've blocked notifications!
পাবনায় ভারতের সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়কে ক্রেস্ট তুলে দেন রোটারি ক্লাব অব পাবনার সভাপতি বিনয় জ্যোতি কুণ্ড ও সমন্বয়ক আলী মর্তুজা সনি বিশ্বাস। ছবি : এনটিভি

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় পাবনায় পূজামণ্ডপ পরিদর্শন করে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন।

গতকাল রোববার বিকেলে রাজশাহী থেকে পাবনায় আসেন অভিজিৎ। তিনি শহরের জয়কালীবাড়ি দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে অভিজিৎ চট্টোপাধ্যায় জয়কালী মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষে রোটারি ক্লাব অব পাবনা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুস্থ হিন্দুদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক রেখা রানী বালো, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, র‌্যাব কমান্ডার বীনা রানী দাশ, রোটারিয়ান আলী মর্তুজা সনি বিশ্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন।