নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ

Looks like you've blocked notifications!
সোমবার দুপুরে আশুলিয়ার কবিরপুর বুড়িরটেক এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে এক হাজার ৩০০ পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। ছবি : এনটিভি

সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি অবৈধভাবে নেওয়া এক হাজার ৩০০ পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা হয়নি। 

সোমবার দুপুরে আশুলিয়ার কবিরপুর বুড়িরটেক এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ অভিযান চালায়। 

অভিযানে নেতৃত্বদানকারী তিতাসের বিক্রয় ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, ‘মাটি খুঁড়ে প্রায় তিন হাজার ১০০ ফুট দুই ইঞ্চি ব্যাসের লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। লোহার পাইপগুলো ছিল অত্যন্ত নিম্নমানের। এ থেকে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।’

‘কয়েক মাস আগে আশুলিয়ার কবিরপুর বুড়িরটেক এলাকার প্রতিটি বাড়িতে এই অবৈধ গ্যাস সংযোগ দেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। তিনি প্রত্যেক পরিবারের কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার করে টাকা হাতিয়ে নেন।’ 

তিতাস গ্যাসের ৪০ শ্রমিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজে অংশ নেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

অবৈধ গ্যাস সংযোগকারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

অভিযানে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপক প্রকৌশলী আতিকুল ইসলাম, মমতাজুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক আনিছুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।