সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার এক

Looks like you've blocked notifications!

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে অস্ত্র-গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল মঙ্গলবার ভোরে সলঙ্গা থানার রামারচর এলাকার ভাই ভাই সুপারস্টোরের সামনে অভিযান চালিয়ে রেজাউল ইসলাম (২৬) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেন র‌্যাব-১২-এর সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও একটি গুলি উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, রেজাউল একজন অস্ত্র ব্যবসায়ী।

আজ বুধবার দুপুরে স্পেশাল কোম্পানি র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাসিবুল আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদস্যরা গতকাল ভোরে সলঙ্গা থানার রামারচর এলাকায় অভিযান চালান। এ সময় অস্ত্র- গুলিসহ  অস্ত্র ব্যবসায়ী রেজাউলকে গ্রেপ্তার করা হয়। পরে গত রাতেই অস্ত্রসহ তাঁকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা করেছে বলেও জানিয়েছে র‍্যাব।

রেজাউল ইসলাম দীর্ঘদিন ধরেই সিরাজগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‍্যাব-১২।