পাবনার গুণী শিক্ষক দেল মাহমুদ আর নেই
পাবনার চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের কৃতীসন্তান ও গুণী শিক্ষক দেল মাহমুদ আর নেই। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দেল মাহমুদের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কৃতীছাত্র ছিলেন। কর্মজীবনের বেশির ভাগ সময় অতিবাহিত করেছেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে। সর্বশেষ তিনি নওগাঁ ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্ট হিসেবে অবসর নেন।
দেল মাহমুদ বগুড়ার পাইকারপাড়ার মালতিনগরের ‘স্বপ্নের সিড়ি’ বাড়িতে বসবাস করতেন। তিনি পাঁচ ছেলে যথাক্রমে মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মো. ফসিউর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন, কৃষিবিদ এ এইচ এম জাকির হোসেন ও অতিরিক্ত ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজনদের রেখে যান।
আজ বুধবার পাবনার চাটমোহরের গ্রামের বাড়িতে দেল মাহমুদের দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়। পরে শেষ জানাজা ও দাফনের জন্য বগুড়ায় নেওয়া হয়। পরিবারের ইচ্ছেয় সেখানেই তাঁকে দাফন করা হয়।
পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, বিশিষ্ট গবেষক মো. মহিউদ্দিন ভূঁইয়া পাবনার কৃতীসন্তান ও গুণী শিক্ষক দেল মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।