রাজবাড়ীতে পবিত্র আশুরায় বিশাল শোক মিছিল
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আজ বুধবার রাজবাড়ীতেও পবিত্র আশুরা পালিত হয়। এ উপলক্ষে সকালে আঞ্জুমান-ই- কাদেরিয়ার উদ্যোগে রাজবাড়ী পৌরসভার বড় মসজিদ থেকে কারবালার প্রান্তরের বিয়োগান্তক ঘটনাকে স্মরণ করে বের করা হয় তাজিয়া মিছিল।
আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী ও আঞ্জুমান-ই-কাদেরিয়ার সভাপতি কাজী ইরাদত আলীসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এ মিছিলে অংশ নেয়। এ সময় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় শহরের প্রধান সড়কের যানবাহন চলাচল।
বিশাল এ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। এ ছাড়া শহরের বিভিন্ন মসজিদেও মহিমান্বিত দিনটির তাৎপর্য তুলে ধরে আলোচনা এবং পাড়া মহল্লাতেও অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ।