পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বাবা নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর ছেলে। আজ রোববার দুপুরে উপজেলার পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়া উচা ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামসুল হকের (৬৫) বাড়ি পার্বতীপুর উপজেলার কুটিপাড়া গ্রামে। তাঁর ছেলে ওবায়দুল হাসানকে (২৫) পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, আজ রোববার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়া উচা ব্রিজ নামক স্থানে রাস্তায় বেঁধে রাখা গরুর দড়ির সাথে পেঁচিয়ে সামসুল হক ও তাঁর ছেলে ওবায়দুল আহত হন। গুরুতর আহত সামসুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ৩টায় তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।