নেত্রকোনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ

Looks like you've blocked notifications!
জেলা প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করে নেত্রকোনা জেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

বয়সসীমা বেঁধে দিয়ে ছাত্রদলের কমিটি গঠনের ঘোষণার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেত্রকোনা জেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা । বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রনেতা সাদমান চৌধুরী পাপ্পুর পরিচালনায় এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জেলা ছাত্রদলের আইন বিষয়ক সহসম্পাদক মাহবুবুর রহমান তিলক, সদস্য আশরাফুল কবীর রনি, নন্দন কুমার চন্দ, শহীদুল হক রানা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বয়সের সীমাবদ্ধতা রেখে কমিটি গঠনের সিদ্ধান্ত এক ধরনের চক্রান্ত। এ ধরনের সিদ্ধান্ত দলের জন্য হুমকি। বয়স সীমাবদ্ধতা রেখে কমিটি করা হলে দলের প্রকৃত নেতারা কমিটি থেকে বাদ পড়বেন। কেন্দ্র ঘোষিত এ ধরনের সিদ্ধান্ত অনতিবিলম্বে পরিবর্তন করতে হবে। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।