তিস্তায় নৌকাডুবির ঘটনায় কৃষকের লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!

নীলফামীরর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর এলাকায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কৃষক মকবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবারের এ দুর্ঘটনায় ৪০ যাত্রীর মধ্যে ৩৯ জন সাঁতরে উঠতে পারলেও মকবুল হোসেন আর উঠতে পারেননি। চারদিন পর আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাঁর লাশ ভেসে উঠলে এলাকাবাসী তা উদ্ধার করে।

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ খান জানান, ঘটনার দিন ওই গ্রামের ৪০ জন কৃষক গরুর ঘাস কাটার জন্য নৌকায় চেপে নদীর ওপারে যায়। বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘাস নিয়ে তারা ফিরছিল। জিরো পয়েন্ট এলাকায় নদীতে ঘূর্ণিপাকে পড়ে নৌকাটি নদীতে ডুবে যায়। অন্যরা সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও মকবুল নদীতে তলিয়ে যান।

চেয়ারম্যান আবদুল লতিফ খান জানান, এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মকবুলের পরিবারকে ২০ হাজার টাকা সহযোগিতা দেওয়া হয়েছে।