কালবৈশাখীতে পন্টুন বিচ্ছিন্ন, ভোলা-লক্ষ্মীপুর পথে ফেরি চলাচল বন্ধ

Looks like you've blocked notifications!
কালবৈশাখীতে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটের পন্টুন ও র‍্যাম ছিঁড়ে রাস্তার পাশে চলে যায়। ছবি : এনটিভি

কালবৈশাখীতে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটের পন্টুন ও র‍্যাম ছিড়ে গেছে। আজ সোমবার সকালের ওই ঘটনার পর ভোলা-লক্ষ্মীপুর পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই পথের যাত্রীরা। 

আজ সকাল ১০টায় হঠাৎ করেই শুরু হয় কালবৈশাখী। মুহূর্তে উত্তাল হয়ে ওঠে মেঘনা নদী। বিশাল ঢেউ আছড়ে পড়ে ইলিশা ফেরিঘাটের পন্টুন ও র‍্যাম ছিঁড়ে যায়। ঢেউয়ের তোড়ে পন্টুন আর র‍্যাম ঘাটের পাশে আটকা পড়ে। এতে ভোলা-লক্ষ্মীপুর পথে ফেলি চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক মো. আবু আলম।

আবু আলম জানান, কস্তুরী নামের একটি ফেরি লক্ষ্মীপুর থেকে দুটি বাস, বেশ কয়েকটি ট্রাকসহ ছোটগাড়ি আর যাত্রী নিয়ে ঘাটে ভিড়ে আছে। বন্ধ রয়েছে লোড আনলোড। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত কাজ শেষ করে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় এই পথের যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে চট্টগ্রাম ও ঢাকা যাচ্ছেন। দ্রুত পন্টুন আর র‍্যাম ঠিক করার দাবি জানিয়েছেন যাত্রীরা।