বরিশালে নির্বাহী হাকিমকে আনসারুল্লাহ পরিচয়ে হত্যার হুমকি

Looks like you've blocked notifications!

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী হাকিম ইমতিয়াজ মাহামুদকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) পরিচয়ে খুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় আজ রোববার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, গত ১৩ অক্টোবর দুপুর ৩টা ১০ মিনিটে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও নির্বাহী হাকিম ইমতিয়াজ মাহামুদ জুয়েলের ব্যবহৃত মোবাইল ফোনে একটি খুদে বার্তা আসে। সেখানে তাঁকে হত্যার হুমকির কথা বলা হয়। ০১৬২৯৯৬৭৫৫১ নম্বর থেকে খুদে বার্তাটি দেওয়া হয়।

সেখানে লেখা ছিল, ‘Be Careful, validity of your, Existence is waiting under our sharp sword - ABT 14’

নির্বাহী হাকিম ইমতিয়াজ মাহামুদ জুয়েল বলেন, ‘হত্যার হুমকির ঘটনায় আজ আমি আমার নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি।’