আশুলিয়ায় বাসচাপায় কিশোরী নিহত
নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ায় বাসচাপায় চাঁদনী নামের এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় তার মা গুরুতর আহত হন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় একটি দ্রুতগামী বাস রাস্তা পারাপারের সময় মা ও মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে মারা যায়। পরে স্থানীয় বাসিন্দারা মাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এনটিভিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।