রাজনীতিক অজয় রায় আর নেই
না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিক অজয় রায়। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার ধানমণ্ডিতে নিজ বাসায় মারা যান অজয় রায়। তাঁর মরদেহ বারডেম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক এবং দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন অজয় রায়।
অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন অজয় রায়। গত সপ্তাহে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। ভোর সাড়ে ৫টার দিকে তাঁর শ্বাস বন্ধ হয়ে যায়। এরপরও তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য জানিয়েছেন, বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অজয় রায়ের প্রতি নাগরিক শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। মৃত্যুর সময় পাশে ছিলেন তাঁর স্ত্রী জয়ন্তী রায়। তাঁর দুই মেয়ে ও এক ছেলে বিদেশে থাকেন। তাঁরা এলে শেষকৃত্য সম্পন্ন হবে।