কার্গোর সঙ্গে লঞ্চের সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথের মদনগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীতে এই লঞ্চের সঙ্গে আজ সোমবার ক্লিংকার বোঝাই একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথের মদনগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীতে ক্লিংকারবোঝাই কার্গোর সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে লঞ্চের ১০ যাত্রী আহত হলেও বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে তারা।

আহতদের মধ্যে এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুল ইসলাম জানান, এমএল মুশফিক নামের একটি লঞ্চ নারায়ণগঞ্জ থেকে ছেড়ে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে আসার পথে শীতলক্ষ্যা নদীতে সিমেন্ট কারখানার কাঁচামাল বহনকারী (ক্লিংকার) একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এতে লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়। লঞ্চের যাত্রী শ্যামল (২৩), রহমান (৩০) ও কবীরসহ (৩৫) ১০ যাত্রী আহত হয়। পরে দুর্ঘটনার শিকার লঞ্চটি যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ভিড়ে।