মা ইলিশ শিকারের দায়ে মুন্সীগঞ্জে ১৪ জনের জেল-জরিমানা

Looks like you've blocked notifications!
পুরোনো ছবি

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে মুন্সীগঞ্জের ১৪ জেলেকে কারাদণ্ড-জরিমানার সাজা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে লৌহজং ও গজারিয়ার এই জেলেদের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

লৌহজং উপজেলার পদ্মা নদীতে ও গজারিয়া উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে আটক ১৩ জেলেকে ৪৬ হাজার ২০০ টাকা জরিমানা ও এক জেলেকে সাতদিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে লৌহজং উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাহীন জানান, অভিযানে পদ্মা নদীতে  মা ইলিশ শিকারের অপরাধে ১১ জেলেকে আটক করা হয়। এর মধ্যে একজন জেলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায় এবং একজন শিশু থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। বাকি আটক জেলেদের জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া জব্দ হওয়া মা ইলিশগুলো স্থানীয় তিনটি মাদ্রাসায় বিতরণ করা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ ছাড়া গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস জানান, গতকাল মধ্যরাত পর্যন্ত মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার জেলেকে আটক করে একজনকে সাতদিনের কারাদণ্ড ও তিন জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়।