টেকনাফে ৩ ‘মানবপাচারকারী’ আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আজ সোমবার তিন মানবপাচারকারীকে আটক করে পুলিশ। ছবি : এনটিভি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় তিন মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে পুলিশ দক্ষিণ বড় ডেইল এলাকায় সৈকতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানবপাচারকারীদের আস্তানায় হানা দিয়ে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাবরাং ইউনিয়নের রহুল্লার ডেবা এলাকার আলী হোসেনের ছেলে খাইর হোসেন (৪৫), আলী আহমদের ছেলে আলী হোসাইন (৩০) ও মুন্ডার ডেইল এলাকার আবুল কাসেমের ছেলে আবদুর রহমান (৩৫)। তারা পুলিশের তালিকাভুক্ত মানবপাচারকারী বলে ওসি দাবি করেন।