নিজ বাড়িতে হামলার শিকার স্কুলছাত্রীর জ্ঞান ফিরেছে

Looks like you've blocked notifications!

মুন্সীগঞ্জে নিজ বাড়ির আঙিনায় দুর্বৃত্তদের দায়ের কোপে আহত স্কুলছাত্রী তাহমিনা আক্তারের (১৫) জ্ঞান ফিরেছে।

আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ কথা জানান চিকিৎসকরা।

এর আগে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চোর মর্দন এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় তাহমিনা। সে উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং চোর মর্দন এলাকার মো. তফিজউদ্দিনের মেয়ে। 

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা শেষে নিজ বাড়ির উঠানে পৌঁছানোর পরপর দুর্বৃত্তরা কোপাতে শুরু করে তাহমিনাকে। এ সময় স্কুলের পোশাক পরা ছিল সে। হামলার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আজ সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।

হামলাকারী দুজনের মুখে কাপড় থাকায় কাউকে চিনতে পারা যায়নি বলে জানান আহত তাহমিনার ভাই মো. জসিমউদ্দিন।