টেস্ট পরীক্ষা দেওয়া হলো না তাহমিনার

Looks like you've blocked notifications!
তাহমিনা আক্তার। ছবি : সংগৃহীত

মাধ্যমিকের (এসএসসি) টেস্ট পরীক্ষা দেওয়া হলো না মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুর্বৃত্তদের হামলায় আহত স্কুলছাত্রী তাহমিনা আক্তারের (১৫)।

রশুনিয়া উচ্চ বিদ্যালয়ে সহপাঠীরা পরীক্ষায় অংশ নিলেও তাহমিনা এখন যন্ত্রণায় কাতরাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

গতকাল মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে বাড়ি ফিরেই হামলার শিকার তাহমিনা আজ বুধবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে পারেনি।

গতকাল সন্ধ্যায় নিজ বাড়ির আঙিনায় তাহমিনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। সে সিরাজদীখান উপজেলার চোরমর্দন এলাকার তফিজউদ্দিনের মেয়ে।

ছাত্রীর ভাই মো. জসিমউদ্দিন জানান,  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ ভোরে জ্ঞান ফিরেছে তাহমিনার। কথাও বলেছে। মাথায় কোপ লাগার ফলে রক্তক্ষরণ হয়। এ জন্য বুধবার সকালে সিটিস্ক্যান করতে তাহমিনাকে রাজধানীর ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, বুধবার অজ্ঞাতপরিচয় দুই-তিনজনকে আসামি করে সিরাজদীখান থানায় মামলা করেছেন তাহমিনার বাবা তফিজউদ্দিন।

ওসি বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।