গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় ইজিবাইক-চালক নিহত
গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় অলোক মণ্ডল (১৭) নামের এক ইজিবাইক-চালক নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ডুমরাশুর স্থানে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল হক জানান, কোটালীপাড়া থেকে ছেড়ে আসা ধানবোঝাই একটি ট্রাক ডুমরাশুরে পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক অলোক মণ্ডল নিহত হয়। নিহত অলোক মণ্ডল এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বিকেলে অলোকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আহত পাঁচ শ্রমিক স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে বলেও জানান এসআই তারিকুল।