পঞ্চগড়ের ৩৬ ছিটমহলে জরিপ শুরু
পঞ্চগড় জেলার অভ্যন্তরে ভারতীয় ৩৬টি ছিটমহলে আবারও জরিপের কাজ শুরু হয়েছে। পরিবারের সংখ্যা, জনসংখ্যা ও জমির পরিমাণ নিরুপণে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উদ্যোগে এই জরিপকাজ চলছে।
ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি বিল পাস হওয়ায় ছিটমহলগুলোর প্রকৃত তথ্য জানতে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি পঞ্চগড় ও নীলফামারী জেলা শাখা জরিপের এই উদ্যোগ গ্রহণ করেছে।
গতকাল সোমবার ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড় ও নীলফামারী জেলা শাখার সভাপতি গাড়াতি ছিটমহলের চেয়ারম্যান মো. মফিদার রহমানসহ অন্যান্য নেতারা আনুষ্ঠানিকভাবে এই জরিপের কাজ উদ্বোধন করেন।urgentPhoto
প্রত্যেক ছিটমহলে ওয়ার্ডভিত্তিক তিনজন করে মোট নয়জন কর্মী এই জরিপকাজ পরিচালনা করছেন।
ছিটমহলের লোকসংখ্যা, ঘরবাড়ি সংখ্যা, পেশা, জমির পরিমাণ, ধর্ম, সমস্যা চিহ্নিতকরণসহ বিভিন্ন বিষয়ে জরিপ করা হবে এবং জরিপের চূড়ান্ত প্রতিবেদন স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে পাঠানো হবে বলে ছিটমহলের নেতারা জানিয়েছেন।
ভারত-বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ২০১১ সালে ওই সব ছিটমহলে আদমশুমারি পরিচালনা করা হয়। আদমশুমারিতে পঞ্চগড় জেলার অভ্যন্তরে অবস্থিত ৩৬ ছিটমহলের আয়তন ১১ হাজার ৯৩২ দশমিক ৮০ একর এবং জনসংখ্যা ১৯ হাজার ৪৩ জন পাওয়া যায়।