সিএমএইচে বেসামরিক শ্রবণ ও বাকপ্রতিবন্ধীদের জন্যও চিকিৎসা

Looks like you've blocked notifications!

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অত্যাধুনিক অডিওলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ও অ্যাউডিটরি ভারবাল থেরাপি সুবিধাসম্পন্ন একটি বিশ্বমানের ককলিয়ার ইমপ্ল্যান্ট সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।

সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও চিকিৎসা খরচ বহন সাপেক্ষে বেসামরিক ব্যক্তিরাও এই সেন্টার থেকে সেবা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর আরো জানায়, এরই মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শ্রবণ ও বাকপ্রতিবন্ধীকে সফলভাবে ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি করা হয়েছে। ঢাকা সিএমএইচে শ্রবণ প্রতিবন্ধীরা ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসছে।

এর ফলে শ্রবণ ও বাকপ্রতিবন্ধীরা এ সেন্টার থেকে সফল চিকিৎসাসেবা গ্রহণ করে সাবলম্বী হয়ে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।