মুন্সীগঞ্জে ২৫ কেজি মা ইলিশ জব্দ, ২ জেলেকে জরিমানা

Looks like you've blocked notifications!

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় মাছের আড়তে অভিযান চালিয়ে ২৫ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে আড়াই হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং দুই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেকুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এই সাজা দেন।

খালেকুজ্জামান জানান, ইলিশ প্রজনন মৌসুম শুরু হওয়ার সরকারিভাবে গত ১২ অক্টোবর থেকে টানা ২২ দিন দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপরও ওই আড়তে অভিযান চালিয়ে মা ইলিশ জব্দ করা হয়। এ সময় ইলিশ মাছ ধরার অপরাধে দুই জেলেকেও আটক করা হয়। আটক দুই জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া জব্দ করা মা ইলিশ স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও ইউএনও জানান।