শেরপুরে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার

Looks like you've blocked notifications!

শেরপুরের শ্রীবরদীতে ভারতীয় সীমানা সংলগ্ন হাড়িয়াকোনা এলাকা থেকে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার ভোররাতে কর্ণঝোড়া বিওপির একটি টহল দল এসব গরু উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কর্ণঝোড়া বিজিবি বিওপি প্রধান নায়েক সুবেদার সৈয়দ শরিফুল ইসলাম এনটিভিকে জানান, বাংলাদেশ ভারত সীমান্তের ৯০ নম্বর পিলারের কাছ থেকে গরুগুলো উদ্ধার করা হয়। তিনি আরো জানান,  গরুগুলো ভারত থেকে চোরাপথে আনা হয়েছে এমন সংবাদে বিজিবির টহলদল ২৪টি গরু উদ্ধার করে।