ঢামেকে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত আরেকজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
ঢামেকে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত একজন গতকাল দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুরোনো ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগসংলগ্ন পুলিশ ক্যাম্পের পাশে ১৫ অক্টোবর অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

গতকাল  বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢামেকের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রমজান (৪০) নামের ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া  জানান, গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢামেকের পুলিশ বক্সের সামনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হয়েছিলেন রমজান। গতকাল গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় রমজানসহ মোট পাঁচজনের মৃত্যু হলো।

রমজানের মৃত্যুর সময় কাছে থাকা তাঁর ছোট ভাই ইব্রাহিম জানান, রমজানের স্ত্রী সাথী আক্তারের নাকের চিকিৎসা করাতে ঢামেকে আসেন তিনি। ঢামেকে এসেই অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হন রমজান। দুই সন্তানের জনক রমজান পেশায় দোকান কর্মচারী ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানায়। রাজধানীর কদমতলার বায়েরবাগ মেরাজনগর এলাকায় থাকতেন তিনি।