বয়স ১৫ হলেই জাতীয় পরিচয়পত্র
এখন থেকে ১৫ বছর বয়স হলেই পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র। তবে ভোট দিতে হলে তাদের অপেক্ষা করতে হবে ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত। আজ মঙ্গলবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (নিক)।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধনের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গ্রহণ করেছে নিক। এ ক্ষেত্রে যাদের বয়স ১৫ থেকে ১৭ বছর তারাও পরিচয়পত্র পাবে।
তবে বয়স ১৮ বছর পূর্ণ হলেই তারপর তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এত দিন পর্যন্ত ১৮ বছর বয়স হলেই কেবল জাতীয় পরিচয়পত্র পেতেন বাংলাদেশের নাগরিকরা।
এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশনের উপসচিব মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত কমিশনের সভার কার্যতালিকা থেকে জানা যায়, আজকের সভায় ২০০০ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি উঠবে।