কুড়িগ্রামে ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু
কুড়িগ্রামে তিনদিনব্যাপী মিনি বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে দুই মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃত ব্যক্তিরা হলেন জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জের হাফেজ মকবুল হোসেন (৫৫) ও রাজীবপুর উপজেলার আবদুস ছামাদ (৬০)। আজ জুমার নামাজ শেষে ইজতেমা মাঠে তাঁদের জানাজা হয়েছে।
ইজতেমার আয়োজকরা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ইজতেমা মাঠে বয়ান শেষে ঘুমন্ত অবস্থায় আবদুস সামাদ মারা যান এবং আজ শুক্রবার সকাল ১০টায় অসুস্থ হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাফেজ মকবুল হোসেনের মৃত্যু হয়।
কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা তাবলিগ জামাতের আয়োজনে গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল পর্ব। বয়ান পরিচালনা করছেন তাবলিগ জামাতের কেন্দ্রীয় সুরা সদস্যরা। ইজতেমায় জেলার মুসল্লিরা ছাড়াও দেশ-বিদেশের মুসল্লিরা অংশ নিয়েছেন। আগামীকাল শনিবার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিনদিনব্যাপী মিনি বিশ্ব ইজতেমা।
কুড়িগ্রাম মার্কাজ মসজিদের সুরা সদস্য এরশাদুল ইসলাম চাঁদ জানান, ইজতেমার দ্বিতীয় দিনে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমায় জায়গা সংকুলান না হওয়ায় কুড়িগ্রামসহ দেশের ৩২টি জেলায় প্রতিবছর মিনি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।