বঙ্গোপসাগর থেকে ১১৬ যাত্রীসহ ট্রলার উদ্ধার

সেন্টমার্টিন থেকে ১০ কিলোমিটার অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ১১৬ যাত্রীবোঝাই একটি কাঠের ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার বিকেল ৫টায় কোস্টগার্ডের সদস্যরা ওই ট্রলারে পৌঁছায়।
কোস্টগার্ড জানিয়েছে, দুই দিন ধরে এসব যাত্রী ওই কাঠের ট্রলারে ভাসছে। যাত্রীরা জানিয়েছে, ওই ট্রলারে করে তাঁরা মালয়েশিয়া যাচ্ছিল। যাত্রীদের বেশির ভাগই বাংলাদেশের বলে জানিয়েছে কোস্টগার্ড। এদের সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষও আছে বলে ধারণা করছে কোস্টগার্ড।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিগসন চৌধুরী জানান, স্থানীয় জেলে ও বিভিন্ন সূত্রে ওই ট্রলারটির খবর পায় কোস্টগার্ড। এসব যাত্রীকে উদ্ধারে আজ মঙ্গলবার দুপুরের দিকে রওনা হয় কোস্টগার্ডের উদ্ধারকারী দল। বিকেল ৫টায় ওই ট্রলারে পৌঁছায় উদ্ধারকারীরা। ওই ট্রলারটি এখন কোস্টগার্ডের নিয়ন্ত্রণে আছে। ট্রলারসহ যাত্রীদের সেন্টমার্টিন উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে।
বিগসন চৌধুরী আরো জানান, ট্রলারে থাকা যাত্রীরা কোস্টগার্ডের সদস্যদের জানিয়েছে, ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ার পাচারকারীরা ছোট নৌকা নিয়ে পালিয়ে গেছে। উদ্ধারকারীদের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। উপকূলে আনার পর কখন, কীভাবে এসব যাত্রী ট্রলারে ওঠল তা জানা যাবে।