চাঁপাইনবাবগঞ্জে এমপি ওদুদের কার্যালয়ে ককটেল হামলা

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য (এমপি) আবদুল ওদুদের ব্যক্তিগত কার্যালয়ে আজ শনিবার সকালে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার পর কার্যালয়ের চিত্র। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য (এমপি) আবদুল ওদুদের ব্যক্তিগত কার্যালয়ে আজ শনিবার সকালে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে শহরের পাঠানপাড়ায় এমপি আবদুল ওদুদের কার্যালয়ের দোতলায় দুর্বৃত্তরা কয়েকটি ককটেল হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে কয়েকটি জানালার কাচ ও আসবাব ভেঙে যায়। এ সময় ভবনের ঘরের একটি চেয়ারে আগুন ধরে যায়।

বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, কারা এই ককটেল হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।