হেমায়েত উদ্দিন বীরবিক্রম আর নেই
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হেমায়েত উদ্দিন বীরবিক্রম (৭৮) আর নেই। আজ শনিবার সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হেমায়েত উদ্দিন বীরবিক্রমের মৃত্যুর তথ্য জানান তাঁর বড় ছেলে হাসেম উদ্দিন। তিনি জানান, তাঁর বাবা হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনি মারা যান।
হেমায়েত উদ্দিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে।
মুক্তিযুদ্ধের সময় হেমায়েত উদ্দিনের নেতৃত্বে ‘হেমায়েত বাহিনী’ কোটালীপাড়াসহ ওই অঞ্চলে একাধিক যুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি বাহিনীকে বিতাড়িত করে।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সরকার হেমায়েত উদ্দিনকে বীরবিক্রম উপাধিতে ভূষিত করে। একই অবদানের জন্য তাঁর নামে কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামে ‘হেমায়েত বাহিনীর মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর’ নির্মাণ করা হয়। ২০১৩ সালের ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন। আগামী সোমবার টুপুরিয়া গ্রামে জানাজা শেষে এই জাদুঘরের সামনে তাঁর লাশ দাফন করা হবে।