অন্যায়ের কাছে মাথা নত নয় : প্রধানমন্ত্রী
বাঙালি জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ বিএনপি-জামায়াতের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আজ শনিবার সকালে রাজধানীর হোটেল র্যাডিসনে আন্তর্জাতিক রোটারি শান্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, এমন একটি সময়ে এই শান্তি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যখন বাংলাদেশে অশান্তির আগুন চলছে। তিনি বলেন, ‘একটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই এবং ইতিহাসও সাক্ষ্য দেয়, বাঙালি জাতি অপরাজেয়। জঙ্গিদের কাছে আমরা কখনো সারেন্ডার করব না। হায়েনাদের সন্ত্রাসী কর্মকাণ্ড সমগ্র জাতি রুখে দাঁড়াবে। এদের পরাজিত করে আমরা শান্তি প্রতিষ্ঠা করব। এটা আমাদের প্রতিজ্ঞা।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা রাজনীতি করি, রাজনীতি কাদের জন্য? রাজনীতি সাধারণ মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। সাধারণ মানুষের কল্যাণ করা, তাদের জীবন উন্নত করা—এটাই আমাদের লক্ষ্য। নিরীহ মানুষকে এভাবে হত্যা করে তারা কী অর্জন করতে পারবে, এটাই আমার প্রশ্ন?’
বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এটা ছিল ভুল সিদ্ধান্ত, কিন্তু সেই ভুলের খেসারত দেশের মানুষ কেন দেবে?’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, দারিদ্র্য দূর করতে বর্তমান সরকার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে। এসব কর্মসূচির ফলে এক কোটির বেশি মানুষ সরাসরি উপকৃত হচ্ছে বলেও জানান তিনি। তবে কয়েকটি রাজনৈতিক দলের কারণে এসব কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।