ব্লগার বিজয় হত্যায় মামলা, আসামি ৪
ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। আজ বুধবার ভোর পৌনে ৫টার দিকে মামলাটি করেন তাঁর বড় ভাই রতেশ্বর দাশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। বিজয় হত্যার প্রতিবাদে সিলেট মহানগরীতে হরতাল চলছে।
বিজয় হত্যার প্রতিবাদে সিলেট মহানগরীতে হরতাল চলছে। আজ বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত। হরতালের সমর্থনে নগরীর চৌহাট্টা এলাকায় খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেছেন গণজাগরণ মঞ্চের সদস্যরা। হরতালের সময় নগরীতে রিকশা ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ আছে। নগরীর অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। তবে সরকারি অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে। রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ফেসবুকে নিজের ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছিলেন গণজাগরণ মঞ্চের সংগঠক ও ব্লগার অনন্ত বিজয় দাশ। সেখানে লেখা ছিল, ক্ষমতাসীন এক সংসদ সদস্যের আধিপত্যের কথা। লিখেছিলেন, ক্ষমতার জোরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যের দাম্ভিকতার কথা।
স্ট্যাটাসটি লেখার প্রায় ১৫ মিনিট পর নিজ কর্মস্থল রূপালী ব্যাংকে যাওয়ার পথে সিলেট নগরীর সুবিদবাজারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তাঁকে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অনন্ত বিজয়কে মৃত ঘোষণা করেন।