পাবনার কৃতী ফুটবলার ইমন আর নেই
জাতীয় পর্যায়ের সাবেক ফুটবলার, পাবনার কৃতী সন্তান মঞ্জুরুল ইসলাম ইমন (৩৯) আর নেই। গতকাল শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইমন পাবনা শহরের রাধানগর মাঠপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মৃত নজরুল ইসলামের বড় ছেলে। তাঁরা দুই ভাই ও এক বোন। ইমন স্ত্রী, মা, ভাই-বোন, এক ছেলে (৫) ও এক মেয়ে (১) রেখে গেছেন। শহরের রবিউল মার্কেট অ্যান্ড অ্যাপার্টমেন্টে ইমন স্পোর্টস নামে তাঁর একটি দোকান আছে।
ইমনের মৃত্যুর খবর শোনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁকে একনজর দেখার জন্য উৎসুক জনতা বাড়িতে ভিড় জমায়।
আজ শনিবার সকাল ১০টায় রাধানগর ঈদগাহ ময়দানে জানাজা শেষে বালিয়াহালট কবরস্থানে ইমনকে দাফন করা হয়।
ইমন ঢাকার আবাহনী ক্লাব লিমিটেড, রহমতগঞ্জসহ অনেক নামিদামি ক্লাবের মিডফিল্ডার হিসেবে ফেডারেশন কাপ, প্রিমিয়ার লিগসহ দেশ-বিদেশের অনেক খেলায় অংশ নেন। এ ছাড়া তিনি পাবনা ক্রীড়া সংস্থার একজন গুণী তারকা। ইমন শিক্ষার্থী স্পোর্টস ক্লাব ও ঈশ্বরদী চিত্ত বিনোদন ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইমনের মৃত্যুতে পাবনা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাদশা, সহসভাপতি এম মুস্তাকিম সবুজ, কোষাধ্যক্ষ খন্দকার ইদ্রিস আলী গভীর শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।