ডিমলায় আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামি গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/25/photo-1477338844.jpg)
নীলফামারীর ডিমলা উপজেলায় আত্মহত্যায় প্ররোচনার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের উত্তর ঝুনাগাছ চাপানি গ্রামের আসামি মো. ছাদের হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ হাসান জানান, গ্রেপ্তার ছাদের হোসেনকে দুপুরে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ২ জানুয়ারি ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের জামিয়ার রহমানের একমাত্র মেয়ে জয়নব বানুর সঙ্গে আসামি ছাদের হোসেনের ছেলে মোস্তাফিজার রহমান মানিকের বিয়ে হয়। বিয়ের পর মেয়ের পরিবারের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে ছেলের পরিবার। এর মধ্যে মেয়ের পরিবার বিভিন্ন সময়ে ছয় লাখ টাকা দেয়।
বাকি চার লাখ টাকার জন্য ওই বছরের ১৬ সেপ্টেম্বর জয়নব বানুর বাড়িতে দুই পক্ষের বৈঠক বসে। কিন্তু মেয়ের পরিবার টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এ সময় ছাদের হোসেন ও তাঁর পরিবারের লোকজন জয়নব বানুকে বাজে ভাষায় গালাগাল করেন। ওই রাতেই জয়নব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার দুদিন পর জয়নবের বাবা জামিয়ার রহমান বাদী হয়ে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে পুলিশকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন।
এ মামলায় জয়নবের স্বামী মোস্তাফিজার রহমান মানিক, শ্বশুর ছাদের হোসেন, শাশুড়ি মাকছুদা বেগমসহ সাতজন আসামি রয়েছেন।
মোস্তাফিজার রহমান মানিক পাটগ্রামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করলেও ঘটনার পর থেকে আত্মগোপনে আছেন।