ফরিদপুরে বিএনপি নেতা বেলায়েত গ্রেপ্তার
ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে গোয়াল চামট মহল্লার ২ নম্বর সড়কের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়ে বলে দাবি করেছে পুলিশ।
এদিকে বেলায়েত কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় এবং তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। তাঁর শ্বশুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অলিয়ার রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘এটি একটি সাজানো নাটক এবং বেলায়েত কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। এ ছাড়া বেলায়েতের বিরুদ্ধে থানায় কোনো মামলা-মোকদ্দমা নেই। আমরা এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।’
ফরিদপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার গভীর রাতে একদল পুলিশ বেলায়েত হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বেলায়েতের শোয়ার ঘরে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। অবৈধ অস্ত্র রাখার দায়ে বেলায়েতকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
ওসি জানান, বেলায়েত দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে ডিবি অফিস থেকে বেলায়েতকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছিল।